রায়ের ভুল ব্যাখ্যার বিবরণ দিলেন বিচারপতি বোবদ - তিনি ধর্ষককে বিবাহ করার কথা শুধু জিজ্ঞাসা করেছিলেন

Monday, March 8 2021, 11:33 am
highlightKey Highlights

গত ১লা মার্চ দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে একটি ধর্ষণ মামলার রায় দেওয়ার সময় তাঁর বক্তব্যে গোটা দেশজুড়ে জল্পনা আরম্ভ হয়। সেইদিন ধর্ষণে অভিযুক্ত মোহিত সুভাষ চভনের জামিনের আবেদনের শুনানি চলছিল। সেখানে বিচারপতি বোবদে অভিযুক্তকে জিজ্ঞসা করেন যে, তিনি কোনো ধর্ষিত কিশোরীকে বিবাহ করবেন কি না। এমন রায় শুনে গোটা দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদের বিরুদ্ধে ক্ষুব্দ হয়ে ওঠেন, এবং বলা হয় যে তিনি ধর্ষণের মতো অপরাধকে ‘লঘু’ করার চেষ্টা করেছে। আজ নারী দিবসের দিনে বিচারপতি সর্বসম্মুখে জানান যে তিনি বিবাহ করার কথা জিজ্ঞাসা করেছেন, কিন্তু করতে বলেননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File