Ceasefire | সীমান্ত খতিয়ে দেখছেন ডিজিএমও-রা,আরও দুদিন বাড়লো ভারত-পাক সংঘর্ষবিরতির মেয়াদ!

১৮ মে পর্যন্ত ভারত-পাক সংঘর্ষবিরতি জারি থাকবে। হটলাইনে দুই দেশের ডিজিএমও-দের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ মে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের ডিজিএমওর মধ্যে আলোচনার পর সংঘর্ষবিরতি জারি করা হয়েছিল। হটলাইনে হওয়া এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৮ মে পর্যন্ত ভারত পাকিস্তান সংঘর্ষবিরতি জারি থাকবে।ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে আস্থা বাড়াতে একাধিক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতির উন্নতি হলে জানানো হবে। উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাম হামলার বদলা নিতে 'অপারেশন সিঁদুর' সার্জিকাল স্ট্রাইক করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি পাক জঙ্গি ঘাঁটি।