আন্তর্জাতিক

Nepal Earthquake News | ১৫৯ বার ভূকম্পে তছনছ নেপাল! ২০১৫ এর মর্মান্তিক স্মৃতি ফিরলো প্রতিবেশী দেশে!

Nepal Earthquake News | ১৫৯ বার ভূকম্পে তছনছ নেপাল! ২০১৫ এর মর্মান্তিক স্মৃতি ফিরলো প্রতিবেশী দেশে!
Key Highlights

নেপাল ভূমিকম্প ২০১৫ এর স্মৃতি ফিরলো নেপালে। শুক্রবার ১৫৯ বার কম্পে কেঁপে উঠলো নেপালের মাটি। ভূমিকম্পের খবর অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৪০ এর বেশি মানুষের।

নেপালে ফিরে এলো নেপাল ভূমিকম্প ২০১৫ (Nepal Earthquake 2015) এর স্মৃতি! শুক্রবার রাত ১২টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। ভূমিকম্পের খবর (Earthquake News) অনুযায়ী, তারপর থেকে এখনও পর্যন্ত মোট  ১৫৯ বার কেঁপে উঠেছে নেপালের মাটি! ভূকম্পে মৃত্যু হয়েছে  ১৪০ এর বেশি মানুষের! এখনও আতঙ্কে রয়েছেন নেপালবাসী।

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র অর্থাৎ ন্যাশনাল আর্থকোয়েক মনিটারিং অ্যান্ড রিসার্চ সেন্টার (National Earthquake Monitoring and Research Center) জানিয়েছে, ৩রা নভেম্বর, শুক্রবার  রাত ১২টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের জাজারকোটের রামিদন্ডা। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪।  তবে নেপালের মাটি একবার নয় কেঁপে ওঠে প্রায় ১৫৯ বার।

ভূমিকম্পের খবর (Earthquake News) অনুযায়ী, এখনও মূল ভূমিকম্প এবং আফটারশকের আতঙ্কে বহু মানুষ নিজেদের বাড়িতে প্রবেশ করতে ভয় পাচ্ছেন। মৃত্যুভয়ে অনেকেই রাত কাটিয়েছেন খোলা জায়গায়। দিনের আলোর ফোটার পরও ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন অনেকেই। সরকারি হিসাব অনুযায়ী, নেপালের ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ১৪০-এর গণ্ডি ছুঁয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভূমিকম্পের সময়ে স্থানীয়দের আতঙ্কের ছবি, ভিডিও। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্প আঘাত হানার কিছু ক্ষণের মধ্যে বেশ কয়েকটি বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়ছে বহু মানুষের। তবে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম রুকুম এবং পাহাড়ি জাজারকোট এলাকার বাসিন্দারা। এই দু’টি এলাকা কার্যত শ্মশানে পরিণত হয়েছে বলে সূত্রের খবর। 

শুক্রবারের ভূমিকম্প কার্যত নেপাল ভূমিকম্প ২০১৫ (Nepal Earthquake 2015) এর ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে বলা চলে। ২০১৫ সালের ২৫সে এপ্রিল রিখটার স্কেলে প্রায় ৮ মাত্রার একটি ভূমিকম্প কেঁপে ওঠে নেপাল। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গোর্খা জেলার বারপাক। এই ভূমিকম্পের তাণ্ডবে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ২২ হাজার মানুষ। হাজার হাজার ঘর, বাড়ি, স্কুল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। মনে করা হচ্ছে, তার পর থেকে শুক্রবারের ভূমিকম্পই নেপালে ঘটা সব থেকে বড় ভূমিকম্পের ঘটনা।

প্রসঙ্গত, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভূমিকম্পের কারণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন। চিকিৎসকের দল নিয়ে ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনও শুরু করেন তিনি। অন্যদিকে, নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, নেপালে হওয়া ভূমিকম্পের কারণে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি নিয়ে গভীরভাবে শোকাহত। নেপালের জনগণের পাশে আছে ভারত। নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত। 

উল্লেখ্য, নেপালের ভূমিকম্পের কারণে ভারতে ভূমিকম্প (Earthquake in India) অনুভূত হয়। ভারতে ভূমিকম্পের খবর (Earthquake News India) অনুযায়ী, নেপালের ভূকম্পনের অভিঘাতে কেঁপে উঠেছিল সুদূর দিল্লির মাটিও। রাজধানীতে বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন। এ ছাড়াও ভূমিকম্পের কারণে এনসিআর, অযোধ্যা-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল বলে ভারতে ভূমিকম্পের খবর (Earthquake News India)। ভারতে ভূমিকম্প (Earthquake in India) অনুভূত হয় লখনউ এবং বিহারেও।