Ahmedabad Plane Crash | জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে নেই সমস্যা! পরীক্ষা করে দাবি এয়ার ইন্ডিয়ার!

Tuesday, July 22 2025, 11:55 am
Ahmedabad Plane Crash | জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে নেই সমস্যা! পরীক্ষা করে দাবি এয়ার ইন্ডিয়ার!
highlightKey Highlights

এয়ার ইন্ডিয়া জ্বালানি সুইচ পরীক্ষা করে জানায়,বোয়িং ৭৮৭ ও বোয়িং ৭৩৭ বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে (FCS) কোনও সমস্যা নেই।


আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট বেরোনোর পর জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ নিয়ে বড় অভিযোগ উঠেছিল। AIIBর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন উপরে ওঠার জন্য গতি পাচ্ছে, তখনই দু’টি ইঞ্জিনের জ্বালানি ‘কাটঅফ’ মোডে চলে যায়। যার ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিমানটি নিচে নামতে থাকে। তবে এবার এয়ার ইন্ডিয়া জ্বালানি সুইচ পরীক্ষা করে জানায়,বোয়িং ৭৮৭ ও বোয়িং ৭৩৭ বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে (FCS) কোনও সমস্যা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File