কাশ্মীর ফাইলসকে টেক্কা দিচ্ছে Tonic; সিনেমা হলে টানা ১০০ দিন বাজিমাত দেবের

Sunday, April 3 2022, 12:51 pm
highlightKey Highlights

‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘RRR’-এর মতো ছবি থাকা সত্ত্বেও এসবের মাঝে সিনেমাহলে দর্শক টানছে দেবের ‘টনিক’।


বাংলা সিনেমা হিসেবে রেকর্ড গড়েন টনিক! এই সাফল্যের উদযাপন করা হয় গত শনিবার সন্ধ্যায় সাউথ সিটি মলে। ছবির সমস্ত তারকা, কলা-কুশলীদের নিয়ে ছবিটি আরও একবার দেখলেন প্রযোজক অতনু রায়চৌধুরী এবং অভিনেতা-প্রযোজক দেব অধিকারী।

সাউথ সিটি মল, ডায়মন্ড প্লাজা, নন্দনে এখনও রমরমিয়ে চলছে "টনিক"

দেব-পরান বন্দ্যোপাধ্যায় জুটি প্রথম থেকেই সাবাশি কুড়িয়েছে। এমনকী, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারেও ছবির টিআরপি ছিল আকাশছোঁয়া। টিভিতে একবার দেখানোর পর, ওটিটিতে চলে আসার পরেও যেভাবে সবাই ‘টনিক’ দেখতে সিনেমাহলে যাচ্ছেন, তাতে খুশি পরিচালক অভিজিৎ সেনও।

Trending Updates

প্রসঙ্গত, ‘টনিক’-এর সাফল্যের মাঝেই দেবের আরেকটা ছবি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। দেব আর রুক্মিণী মিত্র অভিনীত  ‘কিশমিশ’। জানা গিয়েছে এই ছবিতে দেবকে দেখা যাবে তিনটি ভূমিকায়। মুখ্য চরিত্রটি অবশ্যই কমিক বুক আর্টিস্ট কৃশানুর। রুক্মিনী এখানে থাকবেন রোহিনীর চরিত্রে। তিনটি সময়কালের গল্প নিয়ে তৈরি হয়েছে 'কিশমিশ'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File