Agnipath Scheme: দেশের স্বার্থে সেনা নিয়োগে ক্লিনচিট দিল দিল্লি হাইকোর্ট

Monday, February 27 2023, 9:41 am
highlightKey Highlights

২৭শে ফেব্রুয়ারি, ২০২৩ দিল্লি হাইকোর্ট 'অগ্নিপথ প্রকল্প'-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের একটি ব্যাচকে বরখাস্ত করেছে।


অগ্নিপথ প্রকল্প চালু হয়েছিল গত বছর (২০২২ সাল)। জানানো হয়েছিল, এই প্রকল্পে প্রায় ৪৫- ৫০ হাজার সেনাকে প্রতিবছর নিয়োগ করা হবে। নিযুক্ত সেনারা চার বছর পর অবসর নেবেন। কিন্তু, এদের মধ্যে শুধুমাত্র ২৫ শতাংশ সেনাকে আরও ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে। তাই, অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরেই দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়েছিল। এমনকি হিংসাত্বক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েক কর্মপ্রার্থীকেও। এই মর্মে ভারতীয় সেনায় অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিরোধিতা করে একাধিক পিটিশন জমা পড়েছিল আদালতে। অগ্নিপথ প্রকল্পের বৈধতা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। 

প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রামোনিয়াম প্রসাদের একটি বেঞ্চ প্রতিরক্ষা পরিষেবাদিতে পূর্ববর্তী নিয়োগ প্রকল্পের আওতায় পুনরায় পরিবর্তন ও তালিকাভুক্তির জন্য আবেদনও বরখাস্ত করে বলেছেন, আবেদনকারীদের তা করার কোনও অধিকার নেই। আদালত বলেছে, "এই আদালত এই প্রকল্পে হস্তক্ষেপ করার কোনও কারণ খুঁজে পায় না। অগ্নিপাথ প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে সমস্ত আবেদনগুলি বরখাস্ত করা হয়েছে," আদালত বলেছে।

Trending Updates

প্রসঙ্গত, গত জুলাই মাসে, সুপ্রিম কোর্ট আবেদনগুলি স্থানান্তর করে। এটি কেরালা, পাঞ্জাব ও হরিয়ানা, পাটনা এবং উত্তরাখণ্ডের উচ্চ আদালতকে এই প্রকল্পের বিরুদ্ধে এই আবেদনটি দিল্লি হাইকোর্টে স্থানান্তর করতে বা আবেদনকারীরা যদি ইচ্ছা করে তবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাদের বিচারাধীন রাখতে বলা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File