Delhi Pollution । দূষণ থেকে বাঁচাতে পারে বৃষ্টিই ! ভরা শীতে কৃত্রিম বৃষ্টির দাবি করলো দিল্লি

Wednesday, November 20 2024, 3:21 am
Delhi Pollution । দূষণ থেকে বাঁচাতে পারে বৃষ্টিই ! ভরা শীতে কৃত্রিম বৃষ্টির দাবি করলো দিল্লি
highlightKey Highlights

দূষণ নিয়ন্ত্রণে চতুর্থ স্তরের পদক্ষেপ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ ৪) চালু করেও কোনো লাভ হয়নি। অগত্যা দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির জন্য তদবির করছে দিল্লি সরকার।


কড়া অনুশাসন জারি করেও রাজধানী দিল্লির দূষণ কমানো যাচ্ছে না । তাই এবার কৃত্রিম বৃষ্টিপাতের দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। এর আগে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি । সাড়া মেলেনি তাতে । মঙ্গলবার পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেন, ‘উত্তর ভারতের আকাশে রয়েছে ধোঁয়াশার একাধিক স্তর । মুক্তির একমাত্র উপায় কৃত্রিম বৃষ্টি । দিল্লিতে এখন মেডিক্যাল ইমার্জেন্সি তৈরি হয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File