দেশ

Delhi Air Pollution | রাজধানী যেন গ্যাস চেম্বার! বায়ুর গুণমান (AQI) ছুঁয়েছে ৪০০, উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

Delhi Air Pollution | রাজধানী যেন গ্যাস চেম্বার! বায়ুর গুণমান (AQI) ছুঁয়েছে ৪০০, উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের
Key Highlights

আগামী ছয় দিন দিল্লির বায়ুর গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘মারাত্মক’ স্তরের মধ্যেই থাকতে পারে।

রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার বায়ুর গুণমান ৪০০ ছুঁয়েছে। ‘এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম’র তরফে জানানো হয়েছে, আগামী ছয় দিন দিল্লির বায়ুর গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘মারাত্মক’ স্তরের মধ্যেই থাকতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে খেলাধুলার অনুমতি দেওয়া মানে ‘বাচ্চাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেওয়া।’ আজ সকালের AQI: ওয়াজিরপুর (৪৭৭), লোধি রোড (২৬৯), আনন্দ বিহার (৪২), আর কে পুরম (৪২৪), পাঞ্জাবি বাগ (৪৪১), মুন্ডকা (৪৪১), জাহাঙ্গীরপুরী (৪৫৩), বুরারি ক্রসিং (৪১০) এবং বাওয়ানা (৪৪৩)।