Uttarkashi | উত্তরকাশীতে হড়পা বান বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা! নিখোঁজ অন্তত ৫০!

জলের তোড়ে ভেসে গিয়েছে ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশ। কাদা মাখা জলে চোখের পলকে ভেঙে গিয়েছে একাধিক বাড়ি, হোটেল।
মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। জলের তোড়ে ভেসে গিয়েছে ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশ। কাদা মাখা জলে চোখের পলকে ভেঙে গিয়েছে একাধিক বাড়ি, হোটেল। আটকে পড়েছেন বহু পর্যটক। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিখোঁজ অন্তত ৫০ জন। যার মধ্যে রয়েছেন ৮ থেকে ১০ জন জওয়ানও। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে, পৌঁছেছে SDRF NDRF বাহিনী। উত্তরকাশীর এই ভয়াবহ বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- ভূমিধস
- হরপা বাণ
- বন্যা
- প্রাকৃতিক দুর্যোগ