RG Kar Case | দীর্ঘ ৮ মাস পর মিললো আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট

Wednesday, March 19 2025, 4:08 pm
highlightKey Highlights

অবশেষে পাওয়া গেল আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট। ঘটনার ৮ মাস পর এই শংসাপত্র পাওয়া গেল।


দীর্ঘ আটমাস প্রতীক্ষার পর আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট পাওয়া গেলো। বুধবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সোদপুর নাটাগড়ে নিহত তরুণী চিকিৎসক বাড়িতে যান। নির্যাতিতার বাবার হাতে তরুণীর ডেথ সার্টিফিকেট তুলে দেন তিনি। উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট আর জি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে।হাসপাতালের মর্গেই ময়নাতদন্ত হয়। তখন পরিবার শ্মশানে দাহ্য করার শংসাপত্র পেয়ে গেলেও ডেথ সার্টিফিকেট পায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File