Dawood vs Modi : স্বয়ং নমো এখন দাউদ ইব্রাহিমের টার্গেট! কিন্তু কেন?
মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে পাঠানো একটি ভয়েস মেসেজ ঘিরে রহস্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি হত্য়ার পরিকল্পনা করেছেন দাউদ ইব্রাহিম!
Narendra Modi's 'Operation Dawood' | কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছেন! ক্রাইম ব্রাঞ্চ ও মুম্বই পুলিশের তরফে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি হুমকি হোয়াটসঅ্যাপ করা হয়েছে মুম্বই পুলিশকে।
আজ, ২২শে নভেম্বর ২০২২ মুম্বই ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতপরিচয়ে মোট সাতটি ভয়েস মেসেজ আসে। রহস্যজনক এই ভয়েস মেসেজে বলা হয়, "দু'জন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করবে। ইতিমধ্যেই এই নিয়ে সমস্ত প্ল্যান রেডি।" ট্র্যাক করা হচ্ছে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মোবাইল নম্বর।
এখানেই শেষ নয়, মুম্বই পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ওই অজ্ঞাতপরিচয় হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সত্যি অডিয়ো মেসেজের পাশাপাশি কিছু নথিও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মুম্বই ট্রাফিক পুলিশ গোটা বিষয়টি মুম্বই ক্রাইম ব্রাঞ্চকে বিস্তারিতভাবে জানিয়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তও শুরু করেছে।
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- দাউদ ইব্রাহিম
- মুম্বাই পুলিশ