দার্জিলিং

Darjeeling Snowfall | দার্জিলিঙে মরশুমের প্রথম তুষারপাত! পেঁজা তুলোর মতো সান্দাকফুর চারিদিক ঢাকলো বরফে! দেখুন ছবি!

Darjeeling Snowfall | দার্জিলিঙে মরশুমের প্রথম তুষারপাত! পেঁজা তুলোর মতো সান্দাকফুর চারিদিক ঢাকলো বরফে! দেখুন ছবি!
Key Highlights

মরশুমের প্রথম তুষারপাত দার্জিলিং-সান্দাকফুতে। চারিদিক ঢাকলো সাদা বরফে। দেখুন তুষারপাতের ছবি।

চারিদিক যেন সাদা চাদরে মোরা। স্বপ্নের মতো মনে হলেও এ কিন্তু স্বপ্ন নয়, সত্যিই!  প্রথম তুষারপাত হল দার্জিলিঙে। বুধবার বিকেল থেকেই দার্জিলিংয়ে তুষারপাত (Darjeeling Snowfall) শুরু হয়েছে। সাদা বরফে ঢেকে গিয়েছে সেখানকার রাস্তাঘাট, বাড়িরই ছাদ, গাছের ডালপালা। দার্জিলিং শহর ও আশপাশের এলাকায় দিনভর মেঘলা আকাশ, সারাদিনে বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়েছে পাহাড়ে। বৃষ্টি নেমেছে সান্দাকফু (sandakphu) তেও।

দার্জিলিং শহরের তাপমাত্রা বর্তমানে ৫ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। টাইগার হিলে তাপমাত্রা আরও অনেক কম। পাশাপাশি সন্ধ্যাবেলা থেকেই শিলিগুড়িতে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। এই সময় শীত উপভোগ করতে অনেকেই দৌড় লাগান দার্জিলিং অফবিট জায়গা (Darjeeling Offbeat Places)তে বা সান্দাকফু ট্রেক (Sandakphu Trek) এ। দার্জিলিং অফবিট জায়গা (Darjeeling Offbeat Places) হিসেবে সান্দাকফু বেশ জনপ্রিয়। প্রত্যেক বছরের মতই এবছরেও এখানে ভিড় জমিয়েছেন বহু পর্যটকরা। ফলে যারা এই সময়ে ওই অঞ্চলে রয়েছেন তাদের এখন সোনায় সোহাগা।

জানা গিয়েছে, ঘূর্ণাবর্তের জেরেই বিকেল থেকে পাহাড়ের কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে পাহাড় ও সমতলেও অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানেভঞ্জন থেকে সান্দাকফু (sandakphu) পর্যন্ত হচ্ছে বৃষ্টিপাত। শুক্রবারও বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে খবর। জানা গিয়েছে, সাদা বরফের আস্তরণে ঢেকেছে ফালুট , সিঙ্গলিলা রেঞ্জের একাধিক এলাকা। শুধু দার্জিলিং নয়, লেপচাজগৎ, সান্দাকফু, সিটং, ফালুটেও এই সময় বহু পর্যটক ভিড় সমান। ফালুটের আশেপাশেও হয়েছে তুষারপাত। উল্লেখ্য, সাধারণত মাঝ ডিসেম্বরের দিকে পাহাড়ে তুষারপাত হতে শুরু করে। তবে এবার বৃষ্টিপাতের কারণে ডিসেম্বরের শুরু থেকেই পাহাড়ে তুষারপাতের অনুকুল পরিবেশ তৈরি হয়েছিল। উত্তরের হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েক দিন ধরেই হোটেল ব্যবসা বেশ রমরমিয়ে চলছে। স্বাভাবিকভাবেই দার্জিলিং তুষারপাত (Darjeeling Snowfall) ও সান্দাকফু তুষারপাত (Sandakphu Snowfall) খবর পেয়ে এই পাহাড়মুখী পর্যটকের ভিড় আরও বাড়তে চলেছে।

আজ বৃষ্টি নামতেই সান্দাকফু, ফালুট ও আশপাশের এলাকায় তুষারপাত হয়েছে। ট্রেকারদের স্বর্গরাজ্য সান্দাকফু-ফালুট। সান্দাকফু থেকে একশো আশি ডিগ্রিতে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পাঁচ শৃঙ্গের মধ্যে চারটি। কাঞ্চনজঙ্ঘা-সহ গোটা স্লিপিং বুদ্ধা রেঞ্জ যেন হাতছানি দিয়ে ডাকে গোটা ট্রেক রুটে। আর সান্দাকফু পর্যন্ত পৌঁছলেই আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলে যায় এভারেস্ট, লোথসে, মাকালুর। ফলে প্রত্যেক বছরই সান্দাকফু ট্রেক (Sandakphu Trek) এ যান বহু ভ্রমণ পিপাসু। এ বছরেও ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই। তাদেরই হয়তো 'স্পেশ্যাল গিফট' এই তুষারপাত। তবে তুষারপাতের জেরে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। ফলে সান্দাকফুতে এখন পর্যটকেরা অনেকেই ঘরবন্দি। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download