Dakshineswar Kali Temple । ১৭০ বছরের রীতি মেনে এবারও পুজো হবে মা ভবতারিণীর, আজ থেকেই দক্ষিনেশ্বরে নামছে ভক্তদের ঢল
১৭০ বছরে পড়ল দক্ষিনেশ্বরের পুজো ,রামকৃষ্ণ পরমহংস দেবের রীতিতে পুজো হবে এবারও।
চলতি বছরে ১৭০তম বর্ষে পদার্পন করলো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পুজো। কথিত আছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব চার প্রহরের মহাযোগে মা ভবতারিণীর পুজো করতেন। সেই রীতি বজায় থাকছে এবারও। এ বছর,৩১ অক্টোবর, বৃহস্পতিবার, রাত সাড়ে ১০টার সময় মায়ের পুজো শুরু হবে। পুজোর অঞ্জলি হবে রাত সাড়ে ৩টেয়। তারপরে পর্যায়ক্রমে চলবে মঙ্গল আরতি ও ভোগ নিবেদন। ভক্তদের জন্য রাতেও বিশেষ সরকারি ও বেসরকারি পরিবহনের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পরিবহন দফতরের তরফে।