Howrah Mela Blast | হাওড়ার মেলায় বিস্ফোরণ! দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার! উড়ে গেলো বেলুন বিক্রেতার পা

Tuesday, January 7 2025, 5:59 pm
highlightKey Highlights

হাওড়ার মেলায় সিলিন্ডার বিস্ফোরণ! দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। গুরুতর আহত বেলুন বিক্রেতা সহ দুজন।


হাওড়ার মেলায় সিলিন্ডার বিস্ফোরণ! দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। গুরুতর আহত বেলুন বিক্রেতা সহ দুজন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর কাঁচারিতলায় প্রাচীন কালীপুজো উপলক্ষে আয়োজিত মেলায় এই দুর্ঘটনা ঘটে। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন বছর পঞ্চান্নর নেপাল দলুই। সন্ধ্যার সময় আচমকা গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩৮ এর বৈশাখী বাগের। বেলুন বিক্রেতা নেপালের একটি পা উড়ে যায় বিস্ফোরণে। আতঙ্কে অজ্ঞান হয়ে যান আরও এক মহিলা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File