ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে! এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়বে বলে জানাল আবহাওয়া দফতর
মঙ্গলবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বঙ্গোসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শনিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে সুপার সাইক্লোন তৈরি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা ছড়িয়েছে, তা নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও কিছু জানানো হয়নি। আপাতত শুধুমাত্র জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোসাগরে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে।
সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই সম্ভাব্য নিম্নচাপ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২২ শে অক্টোবর, আগামী শনিবার সকালে মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- ঘূর্ণিঝড়
- আবহাওয়া দফতর
- বঙ্গোপসাগর
- আইএমডি