আবহাওয়া আপডেট

অতি প্রবল বৃষ্টি, ঘণ্টায় ৮৫ কিমি বেগে ঝড় - উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অশনি’

অতি প্রবল বৃষ্টি, ঘণ্টায় ৮৫ কিমি বেগে ঝড় - উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অশনি’
Key Highlights

উপকূলের আরও কাছে এগিয়ে গেল সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। যা আগামী ১২ ঘণ্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

রবিবার রাত ৮ টা ৩০ মিনিটের বুলেটিনে জানানো হয়েছে, ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে এসেছে গভীর নিম্নচাপটি। যা বিকেল ৫ টা ৩০ মিনিটে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।

আপাতত নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর ও উত্তর-পূর্বে ২০০ কিলোমিটার, পোর্ট ব্লেয়ারের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১০০ কিলোমিটার এবং মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।আগামী ১২ ঘণ্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

সোমবার উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। নিকোবর দ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।