পুরসভা চত্বরে ভোর রাত থেকে লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন, হাহাকার হুগলির উত্তরপাড়ায়
Thursday, July 1 2021, 2:56 pm

করোনা ভ্যাকসিন নিয়ে হাহাকার হুগলির উত্তরপাড়ায়। গত বৃহস্পতিবার ভোর রাত থেকেই পুরসভা চত্বরে লাইন দিয়েছিল স্থানীয়রা কিন্তু তারপরও মেলেনি ভ্যাকসিন। পুরসভার পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের জোগান না থাকায় দেওয়া হবে না টিকা। এরূপ ঘোষণার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপাড়া পুরসভা চত্বরে। দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে রেহাই পেলেও ফের আসছে করোনার তৃতীয় তরঙ্গ । তাই ভাইরাসের হাত থেকে বাঁচতে ভ্যাকসিন নিতে মরিয়া উত্তরপাড়ারার বাসিন্দারা।
- Related topics -
- রাজ্য
- হুগলী
- উত্তরপাড়া
- কোভিড ১৯
- করোনা ভ্যাকসিন