Tanmay Bhattacharya । সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য'কে ক্লিনচিট দিলো দল, তোলা হলো সাসপেনশনও

Saturday, December 14 2024, 3:14 pm
Tanmay Bhattacharya । সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য'কে ক্লিনচিট দিলো দল, তোলা হলো সাসপেনশনও
highlightKey Highlights

শনিবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য'র সাসপেনশন তুলে নিল দল। প্রসঙ্গত, এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল এই প্রবীণ নেতার বিরুদ্ধে।


শনিবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য'র সাসপেনশন তুলে নিল দল। সিপিএমের তরফ থেকে দলের উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক মৃনাল চক্রবর্তী তন্ময়কে ডেকে একথা জানান। প্রসঙ্গত, এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল এই প্রবীণ নেতার বিরুদ্ধে। হয়েছিল পুলিশ কেসও। এর জেরে গত ২৭অক্টোবর তন্ময়কে সাসপেন্ড করেছিল সিপিএম। সিপিএমের পক্ষ থেকে গড়া হয়েছিল তদন্ত কমিটিও। এদিন ক্লিনচিট পেয়ে তন্ময় বলেন,  'আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম। কারণ আমি কিছু করিনি।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File