বর্ধমানে জাতীয় সড়কে ডাম্পার-টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

Monday, April 4 2022, 6:54 am
highlightKey Highlights

বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কে (Bardhaman-Suri National Highway) ভয়াবহ দুর্ঘটনা। টোটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই টোটো চালক-সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।


সোমবার (৪ঠা এপ্রিল) ভোর ৫টা নাগাদ এঁরা গুসকরার দিকে একই পরিবারের ৪ জন সদস্য একটি টোটোয় চরে মাছ ধরতে যাচ্ছিলেন। দেওয়ানদিঘী থানা এলাকায় বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কের উপর ডাম্পার ও টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরেই দুর্ঘটনাটি ঘটে। বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়ক ধরেই তাঁদের টোটোটি যাচ্ছিল। সেই সময় বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়ক ধরে গুসকরা থেকে বর্ধমানের দিকে আসছিল পাথরবোঝাই একটি ডাম্পার।

দেওয়ানদীঘি পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন, গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী সাঁতরা (৫৯), সীমা সাঁতরা (৪০), মামনি সাঁতরা (৩২) এবং মইনুদ্দিন মিদ্যা (৩৬)। এঁদের মধ্যে মইনুদ্দিন টোটোচালক। বাকিরা সকলে বর্ধমানের পালিতপুরের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ডাম্পারটিও আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ শুরু করেছে দেওয়ানদীঘি থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File