India's First Frozen Zoo | বাংলায় তৈরী হচ্ছে দেশের প্রথম ‘‌বরফের চিড়িয়াখানা’! শীঘ্রই চমক দেবে শৈলশহর দার্জিলিং!

Tuesday, March 18 2025, 10:03 am
India's First Frozen Zoo | বাংলায় তৈরী হচ্ছে দেশের প্রথম ‘‌বরফের চিড়িয়াখানা’! শীঘ্রই চমক দেবে শৈলশহর দার্জিলিং!
highlightKey Highlights

পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে তৈরী হচ্ছে দেশের মধ্যে প্রথম ‘‌বরফের চিড়িয়াখানা’‌।


ভারতের প্রথম ‘‌বরফের চিড়িয়াখানা’‌ গড়ে চমক দিতে চলেছে বাংলার শৈলশহর দার্জিলিং! পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে তৈরী হচ্ছে দেশের মধ্যে প্রথম ‘‌বরফের চিড়িয়াখানা’‌। এই বরফের চিড়িয়াখানায় থাকবে অপরিবর্তনশীল জেনেটিক সামগ্রী। যা দিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং দক্ষিণ রাজ্য হায়দরাবাদে অবস্থিত সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির যৌথ উদ্যোগে এখানে সংরক্ষিত থাকবে হিমালয়ান বন্যজন্তুর DNA। স্টিলের ট্যাঙ্কে তরল নাইট্রোজেনে ১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেডে ডুবিয়ে রাখা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File