দেশ

Cough Syrup Case | অবশেষে পুলিশের নাগালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন!

Cough Syrup Case | অবশেষে পুলিশের নাগালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন!
Key Highlights

বুধবার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এই অভিযানেই চেন্নাই থেকে এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীসান ফার্মাসিউটিকালের তৈরি ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। শিশু মৃত্যুর ঘটনায় পর থেকেই শ্রীসান ফার্মাসিউটিকালের মালিককে খুঁজছিল পুলিশ। নগদ ২০ হাজার টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়। বুধবার বিশেষ অভিযানে চেন্নাই থেকে এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়।