ব্রিটেনে ফের করোনার নতুন রূপ সে, ওমিক্রনের চেয়েও এই নয়া ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক
অতিমারির প্রকোপ সম্পূর্ণরূপে বিদায় নেয়নি। তার মধ্যেই ফের বিপদের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেনে করোনাভাইরাসের এই নতুন রূপ ‘XE’ ধরা পড়েছে।
পুরোপুরি রেহাই মিললো না করোনা ভাইরাসের হাত থেকে। ইতিমধ্যে ব্রিটেনে এই নয়া ভ্যারিয়েন্ট ‘XE’ ধরা পড়েছে। এ যাবৎ করোনার যত রূপ ধরা পড়েছে, তার চেয়ে ‘XE’ সবচেয়ে বেশি সংক্রামক বলে জানিয়েছে হু।
কীভাবে ফের সৃষ্টি হল কোভিডের নিউ ভ্যারিয়েন্ট, এ প্রসঙ্গে কী জানাচ্ছে হু
ওমিক্রনের বংশ BA’1 এবং BA.2 একসঙ্গে চরিত্র বদল করেই করোনার নয়া রূপ ‘XE’-র সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হু। বলা হয়েছে, এক ব্যক্তির শরীরে করোনার বিভিন্ন প্রজাতি থাবা বসালেই এই ধরনের মিলিত রূপের সৃষ্টি হয়। দুই ভিন্ন রূপের জিনগত উপাদান একত্রিত হয়ে ভাইরাস চরিত্রবদল করলেই এই ধরনের মিশ্র রূপ তৈরি হয় বলে জানিয়েছেন ব্রিটেনের গবেষকরা।
আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জের দ্বিতীয় উচ্চপর্যায়ে আর্থিক ও সামাজিক উপদেষ্টা পর্ষদে মনোনীত হলেন অর্থনীতিবিদ জয়তী ঘোষ
হু জানিয়েছে, করোনার ‘XE’ রূপ ওমিক্রনের চেয়েও ১০ শতাংশ বেশি সংক্রামক। এত থেকে গোষ্ঠী সংক্রমণ দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছে তারা। এ নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী দিনে ‘XE’ সংক্রান্ত আরো তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে হু-র তরফে।
- Related topics -
- স্বাস্থ্য
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কোভিড ১৯
- এক্স ই
- ব্রিটেন