করোনা টিকা

"কোভিড টিকার কার্যকারিতা ন’মাস থেকে এক বছর স্থায়ী হওয়ার সম্ভবনা রয়েছে", জানালেন এমসের ডিরেক্টর !

"কোভিড টিকার কার্যকারিতা ন’মাস থেকে এক বছর স্থায়ী হওয়ার সম্ভবনা রয়েছে", জানালেন এমসের ডিরেক্টর !
Key Highlights

নোভেল করোনাভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে বড় হাতিয়ার হল কোভিড ভ্যাকসিন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব সায়েন্সেস (এমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া দাবি করলেন, “এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কোভিড টিকার কার্যকারিতা ন’মাস থেকে এক বছর স্থায়ী হওয়ার সম্ভবনা রয়েছে।” তিনি আরও জানিয়েছেন ২০২৩ সালে অতিমারীর সমাপ্তি নয়, বরং একটি সাধারণ রোগে পরিণত হবে কোভিড-১৯। দেশে এই মুহূর্তে পাঁচটি কোভিড টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমেই রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’; তারপর ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’; জাইডাস ক্যাডিলার ‘জাইকোভ ডি’; রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ এবং হায়দরাবাদের ‘বায়োলজিক্যাল ই’ রয়েছে।