Corona vaccine | করোনার টিকা ‘কালপ্রিট’ নয়, হৃদরোগে মৃত্যু নিয়ে নয়া দাবি স্বাস্থ্য মন্ত্রকের

Thursday, July 3 2025, 3:31 am
highlightKey Highlights

এবার একটি দেশীয় গবেষণাকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও সাফ জানিয়ে দিল, কোভিড ভ্যাকসিনের সঙ্গে কার্ডিয়াক কারণে অকালমৃত্যুর কোনও সম্পর্ক নেই।


বছর তিনেক আগে গায়ক কেকে থেকে সম্প্রতি অ্যাক্টর ও মডেল শেফালি জ়ারিওয়ালা, একের পর মৃত্যুতে সন্দেহ মাথাচাড়া দিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, করোনার টিকার জেরে এই সব মৃত্যুগুলি হয়নি তো! রিপোর্ট বলছে করোনার ভ্যাকসিন আত্মপ্রকাশের পর থেকেই সারা দেশে কোমবর্ডিটি ছাড়া অল্পবয়সি বা মাঝবয়সিদের আচমকা প্রাণঘাতী কার্ডিয়াক অ্যারেস্টের নজির বেড়ে গিয়েছে। যদিও দেশীয় গবেষণাকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সাফ জানিয়েছে, কোভিড ভ্যাকসিনের সঙ্গে কার্ডিয়াক কারণে অকালমৃত্যুর সরাসরি কোনও সম্পর্ক নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File