Corona Vaccine | করোনা ভ্যাকসিন নেওয়ার জন্যই তরুণদের মধ্যে বেড়েছে হার্ট অ্যাটাকের প্রবণতা? বিবৃতি দিলো কেন্দ্র!

করোনা ভ্যাকসিন নেওয়ার পর তরুণদের আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনার কারণ বা যোগসূত্র খুঁজতে দীর্ঘ গবেষণা চালায় ICMR, NCDC এবং AIIMS।
করোনা ভ্যাকসিন নেওয়ার পর তরুণদের আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনার কারণ বা যোগসূত্র খুঁজতে দীর্ঘ গবেষণা চালায় ICMR, NCDC এবং AIIMS। আর সেই গবেষণার রিপোর্ট অনুযায়ী, কোভিড ভ্যাকসিনের সঙ্গে আকস্মিক অকালমৃত্যুর কোনও যোগসূত্র মেলেনি। এরপরই বিবৃতি দিয়ে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানায়, তরুণদের কোভিড ১৯ টিকা নেওয়া এবং তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনও যোগসূত্র নেই। বরং তরুণদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে ঝুঁকিপূর্ণ, উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং শরীরে আগে থেকে বাসা বেঁধে থাকা রোগের জেরে।