গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে জীবনের প্রথম ভোট প্রাণ কাড়ল তরুণের

Saturday, April 10 2021, 8:12 am
গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে জীবনের প্রথম ভোট প্রাণ কাড়ল তরুণের
highlightKey Highlights

বাংলার চতুর্থদফার ভোটে তরুণ ভোটার প্রথমবার ভোট দিতে এসে পেলেন গুলির ক্ষত। মতদান করতে এসে হারাতে হল প্রাণ। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। এদিকে এই তরুণের মৃত্যুর পর তিনি কোন দলের সমর্থক ছিলেন তা নিয়ে চলছে টানাপোড়েন। মৃত যুবকের পরিবারের দাবি, তিনি BJP-র সদস্য ছিলেন। এদিকে, স্থানীয় তৃণমূলের দাবি ১৮ বছরের ওই তরুণ আদপে তৃণমূলের সমর্থক ছিলেন। পুরো ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File