LPG-Jet Fuel Price | কমলো বাণিজ্যিক গ্যাস-বিমানের জ্বালানির দাম, তবে অপরিবর্তিত ডোমেস্টিক LPGর দাম!

Friday, May 2 2025, 8:43 am
highlightKey Highlights

বাণিজ্যিক গ্যাসের দাম কমলো মে মাসে। অয়েল মার্কেটিং কোম্পানিগুলি এলজিপির দাম কমানোর কথা ঘোষণা করেছে বৃহস্পতিবার। সিলিন্ডার প্রতি এই দাম কমেছে ১৪.৫ টাকা।


বাণিজ্যিক গ্যাসের দাম কমলো মে মাসে। অয়েল মার্কেটিং কোম্পানিগুলি এলজিপির দাম কমানোর কথা ঘোষণা করেছে বৃহস্পতিবার। সিলিন্ডার প্রতি এই দাম কমেছে ১৪.৫ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে থাকে ১৯ কেজি গ্যাস। এর জেরে দেশের রাজধানীতে বাণিজ্যিক গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৭৪৭ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক এলপিজি-র দামে কোনও পরিবর্তন করা হয়নি। এদিকে পেট্রল ও ডিজ়েলের দাম অপরিবর্তিত থাকলেও বিমানের জ্বালানির দাম কমানো হয়েছে। এই ধরনের জ্বালানির দাম ৪.৪ শতাংশ কমানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File