Mock Drill | সীমান্ত শান্ত, ৬ রাজ্যে আয়োজিত হতে চলা অসামরিক সুরক্ষা মহড়া স্থগিত করলো নয়াদিল্লি
Thursday, May 29 2025, 6:00 am
Key Highlightsএই অবস্থায় বৃহস্পতিবার ৬ রাজ্যে আয়োজিত হতে চলা অসামরিক সুরক্ষা মহড়া স্থগিত করে দেওয়া হল।
পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি চলছে ভারতের। সীমান্ত আপাতত শান্ত। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, বৃহস্পতিবার ফের মক ড্রিল হতে চলেছে পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে। তালিকায় নাম ছিল গুজরাট, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীরের। বুধবার রাতে সবকটি রাজ্যের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই অসামরিক সুরক্ষা মহড়া স্থগিত করে দেওয়া হচ্ছে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তা জানায়নি প্রশাসন। যদিও পাঞ্জাব প্রশাসন জানিয়েছে আগামী ৩ জুনই সেরাজ্যে মক ড্রিলের আয়োজন করা হবে।
-  Related topics - 
 - দেশ
 - মহড়া পরীক্ষা
 - ভারত
 - ভারতীয় সেনা
 

 