Ahmedabad plane crash | এআই ১৭১- এর ব্ল্যাকবক্স আছে ভারতেই! জল্পনা ওড়ালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী
Wednesday, June 25 2025, 5:16 am
 Key Highlights
Key Highlightsকেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়ে দিলেন, অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানটির ব্ল্যাক বক্স ভারতেই রয়েছে। সেটির পরীক্ষানিরীক্ষা চলছে।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার একদিন পরেই বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় একটি ব্ল্যাক বক্স। তিনদিনের মাথায় দ্বিতীয় ব্ল্যাকবক্সটি পাওয়া যায়। দুটি ব্ল্যাকবক্সই এখন DGCAর জিম্মায় রয়েছে। সেগুলো পরীক্ষা করে দেখছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এরই মাঝে জল্পনা, ভারতীয় প্রযুক্তিতে ওই বক্সের তথ্য উদ্ধার সম্ভব হচ্ছে না। তথ্য উদ্ধারে সেটিকে সম্ভবত আমেরিকায় পাঠাতে হবে। সেই গুঞ্জন ওড়ালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। এদিন তিনি জানালেন, ব্ল্যাক বক্সটি ভারতেই রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে ফলাফল জানাবে AAIB।
-  Related topics - 
- দেশ
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান দুর্ঘটনা
- ভারতীয় বিমান
- তদন্ত
- এয়ার ইন্ডিয়া

 
 