নবরাত্রির আগেই লাদাখে ইতিবাচক পদক্ষেপ বেজিংয়ের, গোগরা হটস্প্রিং থেকে সরছে চিনা ফৌজ

Thursday, September 8 2022, 4:17 pm
highlightKey Highlights

অবশেষে লাদাখ নিয়ে ইতিবাচক পদক্ষেপ শুরু করেছে বেজিং। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে পরিকল্পনা মতই লাদেখের গোরা হটস্পিং এলাকা থেকে সেনা সরাচ্ছে দুই দেশ।


লাদাখে একাধিক বিতর্কিত জায়গায় চিনা ফৌজের অবস্থান সরাতে প্রায় ১৬ দফায় বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু সমস্যার সমাধান খুব একটা হয়নি। দফায় দফায় সেনা পর্যায়ের বৈঠক বারবার বিফলে গিয়েছে। তার মাঝেই বেশ কয়েরটি জায়গা থেকে সেনা সরােনার প্রক্রিয়া হয়েছে। গত ১৭ জুলাই চিনা অফিসারদের সঙ্গে সীমান্তে বৈঠকে বসেছিল বেজিং। সেই বৈঠকে পিপি-১৫ পয়েন্ট থেকে দুই দেশের সেনাই সরানো হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত মতই কাজ হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এদিন ভোরবেলা থেকেই পিপি-১৫ পয়েন্টে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করেছে বেজিং। সকালেই দুই দেশের সেনার স্থানীয় কমান্ডাররা একে অপরের সঙ্গে বৈঠকের পরেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়। করোনা মহামারীর শুরুর আগে থেকেই চিেনর সঙ্গে ভারতের প্রবল সংঘাত শুরু হয়। লাদাখে একাধিক গালাওয়ান ভ্যালিতে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল। তাতে ভারতের একাধিক জওয়ান শহিদ হয়েছিলেন। তারপর থেকে লাদাখের সীমান্ত মানতে অস্বীকার করতে থাকে বেজিং। অরুনাচল প্রদেশে একাধিকবার ভারতীয় নাগরিকদের অপহরণ করা হয়। দীর্ঘ আলোচনার পর তাঁদের ফিরে পায় ভারত। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File