অর্থনৈতিক

‘ভারতের সমালোচনা করবেন না...’, অপ্রত্যাশিত ভাবে নয়াদিল্লির ‘ঢাল’ হল বেজিং!

‘ভারতের সমালোচনা করবেন না...’, অপ্রত্যাশিত ভাবে নয়াদিল্লির ‘ঢাল’ হল বেজিং!
Key Highlights

গম রফতানির উপর নিষেধাজ্ঞার কারণে ভারতের পাশে দাঁড়ালো চিন। গ্লোবাল টাইমস একটি প্রতিবেদনে লিখেছে, ‘ভারতকে দোষারোপ করলে খাদ্য সংকট মিটে যাবে না।’

গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর থেকেই চিড় ধরেছিল ভারত ও চিনের সম্পর্কে। সেই ফাটল ক্রমেই চওড়া হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে ক্ষত দেখা গিয়েছে। কূটনৈতিক মলমে সেই ক্ষত এখনও ঠিক হয়নি। পালা করে সীমান্তে বৈঠকে বসা হলেও সমস্যার সমাধানসূত্র মেলেনি এখনও। এই আবহে সখ্যতা বাড়ছে রাশিয়ার সঙ্গে চিনের।

গম রফতানির উপর নিষেধাজ্ঞা ইস্যুতে ভারতের পাশে চিন

সম্প্রতি ভারত গম রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মার্চ ও এপ্রিলের দাবদাহের কারণে দেশে গমের ফলন কম হওয়ায় বাজারে দাম বেড়েছে গমের। এই আবহে গম রফতানির বড় পরিকল্পনা থাকা সত্ত্বেও দেশের জনগণের স্বার্থে পিছু হটতে বাধ্য হয়েছে মোদী সরকার। এই আবহে ভারতের বিরুদ্ধে ‘রুষ্ট’ হয়েছে জি-৭-ভুক্ত পশ্চিমা দেশগুলি। আর চিন এবার ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পালটা তোপ দাগল পশ্চিমা দেশগুলিকে।

এর আগে ভারত গম রফতানি বন্ধের ঘোষণা করতেই জার্মানির তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘জি-৭ ভারতের এই সিদ্ধান্তের নিন্দা করছে।’ এই আবহে অপ্রত্যাশিত ভাবে এবার চিন ভারতের সমর্থনে এগিয়ে এসেছে।