Trump Tariff | ট্রাম্পের শুল্ক থেকে ছাড় পেতে পারে চিন! কী শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট?

সমস্ত চিনা পণ্যে মোট ৫৪ শতাংশ হারে শুল্ক নেওয়ার কথা ঘোষণা করে আমেরিকা।
বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমস্ত চিনা পণ্যে মোট ৫৪ শতাংশ হারে শুল্ক নেওয়ার কথা ঘোষণা করে আমেরিকা। তবে এই শুল্ক থেকে ছাড় পেতে পারে চিন। কারণ আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে চিন জানায়, ওই শুল্ক তুলে না নিলে নিজেদের স্বার্থরক্ষায় পাল্টা পদক্ষেপ করবে বেজিং। এরপরই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চিন টিকটক চুক্তি অনুমোদন করলে শুল্ক ছাড়ের সুবিধা পেতে পারে। এই ভিডিয়ো অ্যাপ বিক্রির অনুমোদন দিলেই চিন পণ্য আমদানির উপর মার্কিন শুল্ক থেকে মুক্তি পেতে পারে।