Wrestlers Protest | কুস্তিগীরদের হয়ে প্ল্যাকার্ড হাতে পথে মুখ্যমন্ত্রী! দোষ প্রমাণ হলে ফাঁসিতে ঝুলতেও রাজি বলে চ্যালেঞ্জ ব্রিজভূষণের!
কুস্তিগীরদের পাশে দাঁড়াতে হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ মিছিলে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের দাবি, গ্রেফতারের জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি ব্রিজভূষণের বিরুদ্ধে।
বিজেপি সাংসদ ও সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (All India Wrestling Federation) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দেশের কুস্তিগীরদের আন্দোলন এবং কুস্তিগীরদের যন্তরমন্তরে (Jantar Mantar) আটকের ঘটনার জেরে এবার প্রতিবাদে পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ঘটনায় সরব আন্তর্জাতিক কুস্তি সংস্থাও। তবে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে আটক করার জন্য তার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় দিল্লি পুলিশ (Delhi Police)।
কুস্তিগীরদের আটক করার ঘটনা এবং তাদের পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রকে আগেই নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই জানিয়েছিলেন কুস্তিগীরদের পাশে আছেন তিনি। কথা মতো বুধবার অর্থাৎ ৩১সে মে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিলে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল 'We Want Justice'। গতকাল বিকেলে হাজরা মোড় (Hazra) থেকে রবীন্দ্র সদন (Rabindra Sadan) পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি।
সংসদের নতুন ভবনের (New Parliament Building) উদ্বোধনের দিন আন্দলোন জোরদার করতে ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করার কর্মসূচির আয়োজন করেন আন্দোলনরত কুস্তিগীররা। তবে সেই কর্মসূচি বানচাল করতে হামলে পরে দিল্লি পুলিশ। রীতিমতো টেনে হিঁচড়ে আটক করা হয় সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়া (Bajrang Punia) সহ আরও কুস্তিগীর ও ১০৯ জন আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আঘাত পান বলেও জানান সাক্ষী। সেদিনের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা ভারতকে। এই দৃশ্য দেখে সুনীল ছেত্রী (Sunil Chhetri ) ও নীরজ চোপড়ার (Neeraj Chopra) মতো দেশের তারকা অ্যাথলিটরা (Indian Athletes) গর্জে উঠেছিলেন। এরপর কুস্তিগীরদের আটক করার প্রতিবাদে ৩০সে মে মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বারের (Haridwar) গঙ্গায় তাদের পদক বিসর্জন দেওয়া কথা ঘোষণা করেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক ও বজরং পুনিয়ারা।
কুস্তিগীর ও আন্দোলনরতদের আটকের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে (Har Ki Pauri Ghat) পদক বিসর্জন দিতে পৌঁছন সাক্ষীরা। তবুও কেন্দ্রের তরফ থেকে কোনোভাবেই তাদের সঙ্গে যোগাকযোগে করা হয়না। গঙ্গার ঘাটে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কুস্তিগীরদের। পদক বিসর্জন দিতে প্রস্তুতই ছিলেন তারা, তখনই কুস্তিগীরদের বুঝিয়ে গঙ্গার ঘাট থেকে সরিয়ে নিয়ে যান কৃষক নেতা তথা বালিয়ান খাপের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait)। সঙ্গে এই ঘটনায় সুবিচারের জন্য কেন্দ্রকে ৫ দিনের সময়সীমাও দেন কৃষক নেতা। পাশাপাশি বৃহস্পতিবার মুজাফ্ফরনগরে (Muzaffarnagar) সোরাম গ্রামে কুস্তিগীরদের বিক্ষোভ নিয়ে একটি মহাপঞ্চায়েত হবে বলেও ঘোষণা করেন তিনি। এই ঘটনায় বিনেশ ফোগট জানান, রবিবার পুলিশের আচরণের পর পদক গুলির কোনও মূল্য নেই, তবে কুস্তিগীররা শেষপর্যন্ত কেন্দ্রকে আরও ৫ দিন সময় দেওয়ায় এই আন্দোলন কত দূর যাবে তা দেখার বিষয়।
তবে ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারির জন্য প্রয়োজনীয় প্রমাণ নেই বলে গতকাল অর্থাৎ ৩১সে মে বুধবার জানানো হয় দিল্লি পুলিশের তরফ থেকে। সংবাদ সংস্থা এএনআই-এর (ANI) পক্ষ থেকে দিল্লি পুলিশের এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়,পকসো আইনে (POCSO Act) ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা যেতে পারে। এই নিয়ে ১৫ দিনের মধ্যে রিপোর্ট আদালতে পেশ করার কথাও জানানো হয়। আর সেটিই হতে পারে প্রাথমিক চার্জশিট বা চূড়ান্ত রিপোর্ট। দিল্লি পুলিশের আরও দাবি, কুস্তিগীরদের দাবি প্রমাণ করার মতো কোনও প্রমাণ্য নথি নেই। এমনকি ব্রিজভূষণের পক্ষ থেকে তদন্তকে প্রভাবিত করা বা প্রমাণ লোপাট করার কোনও চেষ্টা করা হয়নি বলেও জানায় দিল্লি পুলিশ কর্তৃপক্ষ।
কেবল দিল্লি পুলিশই নয়, ব্রিজভূষণের পাশে দাঁড়িয়েছেন এক নাবালিকা কুস্তিগীরের পরিবারও। জানা গিয়েছে, সেই নাবালিকা কুস্তিগীরের কাকার নাম অমিত পালোয়ান (Amit Palawan)। সম্প্রতি কুস্তি ফেডারেশন সচিবের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্ত করতে অমিতের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেইদিন তিনি জানান, ব্রিজভূষণকে ফাঁসাতে তার পরিবারকে ব্যবহার করছেন কুস্তিগীররা। অমিতের অভিযোগ, যে কুস্তিগীরকে নাবালিকা বলে দাবি করেছেন সাক্ষীরা, আসলে তাঁর বয়স কুড়ি বছর। ফলে এই যৌন হেনস্তার অভিযোগ কখনই পকসো আইনের আওতায় আসতে পারে না। ফলে কমানো হয়েছে অমিতের ভাইজির বয়স। তিনি আরও জানান, তার ভাইজিকে যৌন হেনস্থার কথা জিজ্ঞাসা করলে সে এরকম কোনও ঘটনা হয়নি বলে জানায়। যদিও জানা গিয়েছে, নাবালিকা কুস্তিগীর ও তাঁর পরিবারের সঙ্গে অমিতের সম্পর্ক ভালো নেই। এই ঘটনায় কুস্তিগীরদের আন্দোলন নিয়ে উঠেছে নানান জল্পনা।
এদিকে এই আবহেই চ্যালেঞ্জ ছুড়লেন ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে একটাও অভিযোগ প্রমাণিত হলে, ফাঁসি বরণ করে নেবেন বলে জানালেন বিজেপি সাংসদ।
যদি আপনাদের কাছে কোনও প্রমাণ থাকে, তাহলে আদালতে জমা দিন। তাতে আমি যে কোনও শাস্তি গ্রহণ করতে রাজি আছি।
উল্লেখ্য, কুস্তিগীরদের আন্দোলনের জেরে প্রায় গোটা ভারত তাদের পাশে দাঁড়িয়েছে । এবার এই ঘটনা নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক কুস্তি মহলও। বিশ্ব কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থার (International Wrestling Federation) তরফ থেকে ভারতীয় কুস্তিগীরদের বর্তমান পরস্থিতি দেখে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যন্তর মন্তরে (Jantar Mantar) যেভাবে কুস্তিগীরদের অসম্মান করা হয়েছে তার তীব্র নিন্দা করছে নিয়ামক সংস্থা। প্রয়োজন পড়লে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে (Wrestling Federation Of India) নিষিদ্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling)। পাশাপাশি কিছুদিনের মধ্যে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে এই সংস্থার প্রতিনিধিরা দেখা করতে আসবেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের সাধারণ সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেন অভিযুক্ত সভাপতি ব্রিজভূষণ। যদিও জানানো হয় ৪৫ দিনের মধ্যেই এই সভা আয়োজিত হবে। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে সেই সভা হওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। এহেন পরিস্থিতিতে এবার নিয়ামক সংস্থা জানিয়েছে, এই সভা না হলে ভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করা হবে। যার জন্য চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপও (Asian Championship) ভারত থেকে সরিয়ে অন্যত্র আয়োজন করা হতে পারে বলে আশঙ্কা।
- Related topics -
- খেলাধুলা
- কুস্তি
- কুস্তিগির
- কুস্তি ফেডারেশন
- মহিলা কুস্তিগীর
- মমতা ব্যানার্জী
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- পকসো আইন