G Kar Case | আরজি কর কান্ডের প্রায় ১০ মাস পর সন্দীপ-সহ মোট ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন!
Tuesday, July 15 2025, 3:25 am

১০ মাস পর আরজি কর হাসপাতালে দুর্নীতি কান্ডে সন্দীপ ঘোষ সহ মোট ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো।
প্রায় ১০ মাস পর আরজি কর হাসপাতালে দুর্নীতি কান্ডে সন্দীপ ঘোষ সহ মোট ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর শাগরেদ দুই ভেন্ডার বিপ্লব সিংহ ও সুমন হাজরা, সন্দীপের অ্যাডিশনাল সিকিউরিটি আফসার আলি খান, হাউস স্টাফ আশিস পান্ডের বিরুদ্ধে চার্জ গঠন করে। আদালতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তবে আদালত সকলেরই মামলা থেকে অব্যাহতি সংক্রান্ত আর্জি খারিজ করে দেন। আগামী ২২ জুলাই প্রথম সাক্ষী হিসেবে অভিযোগকারীর বয়ান নেওয়া হবে।