ISRO | সফল হয়নি চন্দ্রযান-২ এর যাত্রা, তবুও জাপানকে চাঁদ 'ছুঁতে' সাহায্য করলো ইসরোর চন্দ্ৰযান! জানুন ২০২৪ সালে ইসরোর পরবর্তী মিশন সম্পর্কেও!

Thursday, January 25 2024, 2:42 pm
highlightKey Highlights

২০২৪ সালের শুরুতেই বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে পা রেখেছে জাপান। এই যাত্রায় বড় ভূমিকা পালন করেছে ইসরোর চন্দ্রযান ২। জানুন ২০২২৪ সালে কী কী মিশন রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার।


নিজের যাত্রা সম্পূর্ণ সফল হয়নি। তবুও বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপানকে চাঁদে পা রাখতে সাহায্য করলো ইসরোর চন্দ্রযান২ (Chandrayaan 2)! ২০২৪ (2024) এর শুরুতেই চাঁদে পা অবতরণ করেছে জাক্সা বা জাক্সা পূর্ণ রূপ (Jaxa Full Form) জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির চন্দ্রযান স্লিম বা স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। আর জাপানের এই সফল চন্দ্র অভিযানে অবদান রয়েছে ভারতেরও। ইসরোর পরোক্ষ সাহায্যেই  চাঁদের মাটি ছুঁতে পেরেছে পূর্ব এশিয়ার এই দেশটি।

জাপানের সফল চন্দ্রাভিযানে ইসরোর ভূমিকা:

Trending Updates

জানা গিয়েছে, ইসরোর তৈরি চন্দ্রযান-২ জাপানকে সাহায্য করেছে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে পা রাখতে। এই চন্দ্রযানটির মাধ্যমে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জ্যাক্সা  বা জ্যাক্সা পূর্ণ রূপ (Jaxa Full Form) জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি চাঁদের বেশ কিছু ছবি সংগ্রহ করেছে। তার মাধ্যমেই চাঁদের মাটিতে একটি উপযুক্ত ‘ল্যান্ডিং স্পট’ বা অবতরণের স্থান বাছাই করতে পেরেছে জাক্সা। সেই ছবি জাপান গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছে। জানা গিয়েছে, মূল লক্ষ্যবিন্দু থেকে ৫৫ মিটার দূরে অবতরণ করেছে জাপানের চন্দ্রযান। চাঁদের মাটিতে পাখির পালকের মতো অবতরণ বা সফ্‌ট ল্যান্ডিংয়ের নজির এর আগে রয়েছে কেবল আমেরিকা, রাশিয়া, চিন এবং ভারতের।  চন্দ্রযান-২-এর প্রযুক্তি এবং অভিজ্ঞতা থেকেই গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে জাপান।

 প্রসঙ্গত, জাপানের চন্দ্র অভিযান প্রাথমিক ভাবে সফল হলেও তা পুরোপুরি মসৃণ হয়নি। চাঁদে অবতরণের দিন জাক্সা জানায়, ‘স্লিম’ চাঁদের মাটি ছুঁয়েছে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (স্লিম)-এ সৌরশক্তি পৌঁছচ্ছে না। চাঁদের মাটিতে কাজ করার জন্য সৌরশক্তিই ভরসা। জাপানি ল্যান্ডারটিতে সেই সৌরশক্তি ব্যবহারকারী যন্ত্রে ত্রুটি দেখা দেয়। ফলে অবতরণ সফল হলেও চাঁদে পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য সফল হয়নি জাপানের।

 ২০২৪ সালে ইসরোরে মিশন :

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর চন্দ্রযান-২ অবশ্য সফল হয়নি। ২০১৯ সালে উৎক্ষেপণ হওয়া এই যানটি চাঁদের মাটিতে নামার আগেই ভেঙে গিয়েছিল। তার পর নতুন করে চাঁদে মহাকাশযান পাঠায় ইসরো। ২০২৩ সালের অগস্ট মাসে ইসরোর তৈরি চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। এক চন্দ্রদিবস ধরে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান। এই বড় সাফল্যের পরই ইসরো একের পর এক মহাকাশ মিশন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ২০২৩ সালে মহাকাশে পাঠানো হয় ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১ (Aditya l1)। দেখে নিন এরপর ২০২৪ (2024) সালে পরবর্তী ইসরো মিশন (Next ISRO Mission) এর তালিকায় রয়েছে কী কী?

  • গগনযান (Gaganyan) হল আরও একটি মিশন যা ইসরো এবং হিন্দুস্থান অ্যায়েরোনটিক্স লিমিটেডের সম্মিলিত প্রকল্প। এটি ২০২৪ এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি নাগাদ  উৎক্ষেপন হবে বলে পরিকল্পনা রয়েছে। গগনযান হল ভারতের মানববাহী আকাশযানের একটি টেস্ট মিশন হতে চলেছে যেখানে ২ জন ক্রিউ মেম্বারও থাকবে।
  • মঙ্গলযান ২ (Mangalyaan 2) যাকে যেটির মার্স অরবিটার মিশন ২ হল ভারতের দ্বিতীয় মঙ্গলযান । এই আকাশযানটি মঙ্গল গ্রহের মাটি, আবহাওয়া এবং প্রকৃতি সম্পর্কে আরও তথ্য তুলে ধরবে।
  • ২০২৪-এ নিসার (Nisar) নামে একটি নাসা (NASA) এবং ইসরোর জয়েন্ট মিশন হতে চলেছে। এই মিশনে একটি সিন্থেটিক অ্যাপার্চার ব়্যাডার স্যাটেলাইট লঞ্চ করবে। জানা গিয়েছে, এই ব়্যাডার স্যাটেলাইটটি যে তথ্য সংগ্রহ করবে তা পৃথিবীর ইকোসিস্টেম ও প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, সুনামি সম্পর্কে জানান দিতে পারবে।
  • পরবর্তী ইসরো মিশন (Next ISRO Mission) এর মধ্যে শুক্রযান ১ (Venus 1) এরও পরিকল্পনা রয়েছে। ইসরো একটি স্পেসক্রাফ্ট লঞ্চ করবে যা ৫ বছরের জন্য গ্রহটিকে প্রদক্ষিণ করবে এবং গ্রহটির আবহাওয়া সম্পর্কে তথ্য দিতে সাহায্য করবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতেই, ৬ই জানুয়ারি সফলভাবে গন্তব্যস্থলে পৌঁছায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর প্রথম সূর্যযান আদিত্য এল১ (Aditya l1)বিকেল ৪ টে নাগাদ মহাকাশযানটি ‘হ্যালো অরবিট’ কক্ষপথে ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্টে সফল ভাবে পৌঁছেছে। এই মিশনের লক্ষ্য , সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট (L1)-এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা, যা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File