বিজ্ঞান ও প্রযুক্তি

Chandrayaan 3 | চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩! কক্ষপথের পঞ্চম ধাপে পৌঁছলো ইসরোর মহাকাশযান!

Chandrayaan 3 | চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩! কক্ষপথের পঞ্চম ধাপে পৌঁছলো ইসরোর মহাকাশযান!
Key Highlights

কক্ষপথের আরও এক ধাপ এগিয়ে গেলো চন্দ্রযান ৩। পঞ্চম ধাপ পেরিয়ে গেলেই পৃথিবী থেকে চাঁদের কক্ষপথে প্রবেশ করে পৃথিবীকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান। কেবল অপেক্ষা অবতরণের!

চাঁদের আরও কাছে এগোলো ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। আজ ২৫ সে জুলাই, মঙ্গলবার কক্ষপথ পরিবর্তনের পঞ্চম ধাপে পৌঁছে ক্রমশ চাঁদের দিকে এগিয়ে চলেছে এই মহাকাশযান। এখনও পর্যন্ত চন্দ্রযানের যাত্রা মসৃণ চলছে বলেই জানিয়েছে ইসরো।

ইসরোর তরফ থেকে আগেই জানানো হয়েছিল, চন্দ্রযান ৩ এর গতি বৃদ্ধির জন্য কক্ষপথের পাঁচটি ধাপ প্রদক্ষিণ করতে হবে মহাকাশযানকে। গত ২০ই জুলাই সম্পন্ন হয়েছিল এই কক্ষপথের চতুর্থ ধাপ। এদিন সকালে ইসরো জানায়, পঞ্চম ধাপও ক্রমশ শেষ করতে চলেছে চন্দ্রযান ৩। পঞ্চম ধাপ পেরোলেই চাঁদের আরও কাছে পৌঁছে যাবে যানটি। পঞ্চম ধাপ পেরিয়ে গেলেই পৃথিবী থেকে চাঁদের কক্ষপথে প্রবেশ করে পৃথিবীকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান।

এক একটি করে কক্ষপথের ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে ক্রমশ গতিবেগ বাড়ছে চন্দ্রযান ৩ এর। জানা গিয়েছে, এই মুহূর্তে ইসরোর এই যানটি ঘণ্টায় ৩৬হাজার ৯৬৮ থেকে ৪০ হাজার ৩২০ কিলোমিটার গতিবেগে চাঁদের দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলেছে। পৃথিবীর কক্ষপথ ত্যাগ করার জন্য প্রয়োজন ঘণ্টায় ৪০ হাজার ৩২০ কিলোমিটার গতির। চন্দ্রযান ৩ এর গতিবেগে ওপর নজর রাখা সংস্থা আইএসটিআরএসি (ISTRAC) জানিয়েছে, পঞ্চম কক্ষপথে চন্দ্রযানটির গতিবেগ থাকবে ১২৭৬০৯ কিমি × ২৩৬ কিমি এর মধ্যে।

গত ১৪ই জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Center in Sriharikota) থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান ৩। এর আগে ইসরোর চন্দ্রযান ২ (Chandrayaan 2) এর যাত্রা সফল না হওয়ায় এবার এই চন্দ্রাভিযান বেশ চ্যালেঞ্জিং ভারতের কাছে। এছাড়াও কেবল ভারত নয় গোটা বিশ্বই তাকিয়ে এই ' মুন মিশনের ' দিকে। কারণ অবতরণ সফল হলে সর্বপ্রথম চাঁদের অন্ধকার দিকে অর্থাৎ দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ৩। 

জানা গিয়েছে, ঠিক যে সময়ে চন্দ্রযান ৩ এর সঙ্গে চাঁদের দূরত্ব ১০০মিটার হবে ঠিক তখনই অবতরণের চেষ্টা করবে ল্যান্ডার। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, আনুমানিক ২৩ সে বা ২৪ সে অগাস্ট চাঁদে নামতে পারে ভারতের চন্দ্রযান। তবে অবতরণের সময়ে বেশ কয়েক সমস্যার মুখোমুখি হতে হবে চন্দ্রযান ৩ কে। নিম্নমাত্রার মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুমণ্ডলের এবং মহাকাশে যোগাযোগ ব্যবস্থার অভাবের মত একাধিক চ্যালেঞ্জ থাকবে চন্দ্রযানের। তবে অবতরণ সফল হলে ইতিহাস গড়বে ইসরো তথা ভারত। ফলে সকলেরই নজর সেই দিকেই।


IPL 2024 | আইপিএলে প্লে অফ নিশ্চিত করলো চার দল! কোন দল কার বিরুদ্ধে খেলবে? ফাইনালে কোন দল যাবে জানালেন হরভজন!
HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
Success Story of Godrej | ভেঙে গেল ১২৭ বছরের গোদরেজ পরিবার! জানেন কীভাবে ব্রিটিশ আমলে তালা ব্যবসা থেকে শুরু বর্তমানে অন্যতম সফল সংস্থায় পরিণত হলো গোদরেজ?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download