ইংল্যান্ডে বসে এক বাঙালি চিকিৎসকের চণ্ডীপাঠ, মহালয়ার আগেই সুদূর টেমসের পাড়ে শুরু শারদ উৎসব

Saturday, September 24 2022, 1:19 pm
highlightKey Highlights

সুদূর ইংল্যান্ডে থেকে শারদ আনন্দে মারলেন এক বাঙালী চিকিৎসক। মহালয়া উপলক্ষ্যে মহালয়ার প্রাক্কালেই চণ্ডীপাঠ করার চেষ্টা করলেন পাঞ্চজন্য ঘটক।


প্রত্যেক বছর দুর্গা পুজোয় চণ্ডীপাঠ করেই থাকেন এই প্রবাসী বাঙালী চিকিৎসক পাঞ্চজন্য ঘটক। এবার মহালয়া উপলক্ষ্যে চণ্ডীপাঠ করার চেষ্টা করলেন তিনি। পেশাগত দিক দিয়ে তিনি একজন চিকিৎসক। তিনি থাকেন ইংল্যান্ডে, কিন্তু বাঙালিয়ানা লেগে রয়েছে তার মনে প্রাণে। তাই তিনি নিজেই মহালয়ার আগে করে ফেললেন মহালয়ার রেকর্ড।

বিদেশে বসে চণ্ডীপাঠ করা নিয়ে কী বলেছেন পাঞ্চজন্য ঘটক?

পাঞ্চজন্য ঘটক বলেছেন , "মঞ্জুশ্রীদির উৎসাহে আমার চন্ডীপাঠ শুরু। বছর ছয়েক আগে। শেফিল্ডের দুর্গা পুজোয় সেই প্রথম এই কাজ করি। তার বছর খানেক পরে লন্ডনে বিলেতে বাঙালির জগদ্ধাত্রী পুজোয়, সামিউল ভাইয়ের সঙ্গে কীবোর্ড বাজানো। বহু মানুষের ভালো লাগে। কথাটা তখন থেকেই মাথায় ঘুরঘুর করছিলো। কিন্তু বিলেতে 'প্রেফেশনাল রেকর্ডিং' এর খরচ আকাশ ছোঁয়া।"

Trending Updates

তাঁর কথায়, 'ফেসবুক এই আলাপ হয় রোহন পাইনের এর সঙ্গে। বৈদ্যবাটিতে বাড়ি। পেশাদার কীবোর্ড প্লেয়ার আর শিক্ষক। ঠিক করি রোহানের সঙ্গতে চন্ডীপাঠ আর গান দিয়ে একটা ছোটো মিউজিক ভিডিও করব । আলাপ হয় ফেসবুক এ চুঁচুড়ার সবিতাদের সঙ্গে। এবার দেশে গিয়ে মুনজির নেতৃত্বে তৈরী হয় আমাদের ছোট্ট টিম 'বোধন'।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File