Jagaddhatri Puja 2024 । ২২৫টি বেনারসিতে সেজে উঠেছেন হুগলির ‘বুড়িমা’, জগদ্ধাত্রী পুজোয় আলোয় মুড়েছে চন্দননগর

Thursday, November 7 2024, 2:25 pm
highlightKey Highlights

হুগলির ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর মিলিয়ে প্রায় ২৫০টির কাছাকাছি জায়গায় এবার পুজো পাচ্ছেন দেবী জগদ্ধাত্রী।


দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার পর বাঙালি এবার মেতেছে দেবী জগদ্ধাত্রীর আরাধনায়। জগদ্ধাত্রী পুজোতে ইতিমধ্যেই সেজে উঠেছে হুগলির চন্দননগর ও নদিয়ার কৃষ্ণনগর। হুগলির ভদ্রেশ্বরে দেবী জগদ্ধাত্রী 'বুড়িমা' নামে পরিচিত। ইতিমধ্যেই, ২২৫টি বেনারসি শাড়ি পরিয়ে সাজিয়ে তোলা হয়েছে বুড়িমাকে। অন্যদিকে,এবার রকমারি আলোয় মুড়েছে চন্দননগর। চলতি বছর সোলার সাজে থিমের ছোঁয়া এসেছে দেবী জগদ্ধাত্রীর রূপে। হুগলির ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর মিলিয়ে প্রায় ২৫০টির কাছাকাছি জায়গায় এবার পুজো পাচ্ছেন দেবী জগদ্ধাত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File