১৮ বছর না হলে সেই সকল করোনা আক্রান্তদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার এড়িয়ে যাওয়ার নির্দেশ কেন্দ্রের
Thursday, June 10 2021, 1:24 pm
 Key Highlights
Key Highlightsকরোনার হানা এখন শিশুদের দেহেও, অর্থাৎ এখন শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। তাই এইবার কোভিড নির্দেশিকা মূলত শিশুদের জন্যই জারি করা হয়েছে। এই নির্দেশিকায় শিশুদের ক্ষেত্রে রেমডেসিভিরের সুরক্ষা এবং কার্যকারিতা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য না থাকায় ১৮ বছরের নীচে শিশুদের করোনাভাইরাস চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিল কেন্দ্র। এছাড়াও সিটি স্ক্যান করার ক্ষেত্রেও রাশ টানার পরামর্শ দেওয়া হয়েছে ।
-  Related topics - 
- দেশ
- কোভিড ১৯
- করোনা ভাইরাস
- কেন্দ্রীয় সরকার
- রেমডেসিভির

 
 