সেলিব্রিটি

দীপিকা পাড়ুকোনের পরবর্তী ছবির নাম ঘোষণা করা হল, জানুন এই ছবিতে কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী

দীপিকা পাড়ুকোনের পরবর্তী ছবির নাম ঘোষণা করা হল, জানুন এই ছবিতে কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী
Key Highlights

দক্ষিণী এক জনপ্রিয় অভিনেতার বিপরীতে অভিনয় করছেন বলিউডের ডিম্পল কুইন দীপিকা পাড়ুকোন। কে সেই দক্ষিণী তারকা জানেন কী?

বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তার অনুগামীরা। বর্তমানে এক নতুন ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী, যার পরিচালনা করছেন এস এস রাজামৌলি। তবে সেই ছবিতে তাঁর বিপরীতে কোন বলিউড সুপারস্টার নন, এবার দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই পরবর্তী ছবিটির নাম কী, কবে থেকেই বা সিনেমার শুটিং হবে তা জানতে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। 

কার সঙ্গে জুটি বাধছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন? এই ছবির শুটিং শুরু হবে  আগামী বছর থেকে 

প্রথমবার নয় এর আগেও দক্ষিণ ইন্ডাস্ট্রির অনেক বড় তারকাদের সাথে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি রাজামৌলি পরিচালিত এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। যদি সব ঠিকঠাক থাকলে এই নতুন ছবির মাধ্যমে আবারও দক্ষিণী অভিনেতার সঙ্গে পর্দায় দেখা মিলবে দীপিকার। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে কোন মন্তব্য করেননি এই ছবির নির্মাতা। দীপিকা-মহেশ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।

যদিও শোনা যাচ্ছে এখনও এই ছবি নিয়ে অভিনেত্রী দীপিকার সঙ্গে যোগাযোগ করা হয়নি। সিনেমাটি অ্যাকশন অ্যাডভেঞ্ছারের হবে। শুটিং শুরু হবে আগামী বছর থেকে। দীপিকার সঙ্গে প্রথমবার অভিনয় করলেও এর আগে রণবীর সিং-এর সঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন মহেশ বাবু । এছাড়াও বিজ্ঞাপনেও একসঙ্গে কাজ করেছেন দক্ষিণী থেকে বলিউডের দুই প্রথম শ্রেনীর তারকা।

এই ছবির প্রসঙ্গে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখনও পর্যন্ত কিছু বলেননি। তবে অভিনেতা মহেশবাবু অনুগামীদের কাছে এই ছবি নিয়ে তাঁর মতামত জানালেন। তিনি বলেছেন, "এই ছবি নিয়ে বেশি কিছু এখন বলা যাবেনা। তবে আমার এক স্বপ্ন সত্যি হচ্ছে। এই ছবিতে কাজ করে আমার খুব ভালো লাগছে। আর বহুদিন ধরে আমি এই কাজের জন্য অপেক্ষা করছিলাম।"


Australia Mass Shooting | সিডনি সৈকতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের হামলা, মৃত ১২, আহত অন্ততঃ ২৯!
Bidhannagar PS | রবিবার আদালতে তোলা হবে ধৃত শতদ্রুকে, যুবভারতী কাণ্ডে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Lionel Messi | VIP-দের ভিড়ে ঢাকা পড়লেন মেসি, ক্ষুদ্ধ সাধারণ মানুষ, "দর্শকদের টাকা ফেরানো হবে"-মুচলেকা উদ্যোক্তার
Darjeeling | গ্লেনারিজ-এর পর এবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের রক গার্ডেন, মনখারাপ পর্যটকদের
Surat Diamond Bourse | পেন্টাগন নয়, বিশ্বের সবচেয়ে বড় অফিস এখন ভারতে! উদ্বোধন হলো সুরাটের ডায়মন্ড বোর্স! দেখুন দেশের সেরা অফিস ভবন কোনগুলি?
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo
আপনি ডায়াবিটিস আক্রান্ত কিনা তা বলে দেবে আপনার প্রস্রাবের রং