Gaza | প্রায় ১৫ মাস পর যুদ্ধবিরতি গাজায়, থামলো ইজরায়েল, স্বস্তিতে নাগরিকেরা
প্রায় ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি। শেষ ইজরায়েলের রক্তক্ষয়ী অভিযান। যুদ্ধবিরতির আলোচনায় সবুজ সংকেত হামাস ও ইজরায়েলের!
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা ইজরায়েল সংঘাতের শুরু। ১৫ মাস কেটে গেছে। গাজায় এখনও হামাসের ডেরায় বন্দি ইজরায়েলের শতাধিক মানুষ। য় গাজায় যুদ্ধের বলি অন্তত অগুনতি শিশু সহ প্রায় ৪৬ হাজার। এ পরিস্থিতিতে বুধবার সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে যুদ্ধবিরতি ঘোষণা করেছে হামাস ও ইজরায়েল। যুদ্ধবিরতির জন্য লাগাতার চেষ্টা করছিলো কাতার, মিশর, সৌদি আরবের মতো দেশ। অবশেষে ফল মিললো। গাজা যুদ্ধে ইজরায়েলের পাশে থাকলেও যুদ্ধবিরতির বৈঠকে যোগ দিলো আমেরিকাও।
- Related topics -
- আন্তর্জাতিক
- গাজা
- ইজরায়েল
- যুদ্ধ
- শান্তিতে বিশ্রাম