CDS Bipin Rawat | মানুষের ভুলেই মৃত্যু দেশের প্রথম সেনাপ্রধানের! CDS বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Friday, December 20 2024, 7:38 am
Key Highlightsকোনও যান্ত্রিক গোলযোগ বা অন্তর্ঘাত নয়, দেশের প্রথম সেনাপ্রধানের মৃত্যু হয় মানুষের ভুলেই!
কোনও যান্ত্রিক গোলযোগ বা অন্তর্ঘাত নয়, দেশের প্রথম সেনাপ্রধানের মৃত্যু হয় মানুষের ভুলেই! ২০২১ সালের ৮ ডিসেম্বর কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াতের, তাঁর স্ত্রী সহ আরও ১১ জনের। এই দুর্ঘটনা প্রসঙ্গে সম্প্রতি তদন্ত কমিটি জানায়, MI ১৭ চপারটির দুর্ঘটনার কবলে পড়ার পিছনে প্রধান কারণ আচমকাই আবহাওয়ার অবনতি। যার জেরে চপার ঢুকে পড়ে মেঘের ভিতরে। সেই পরিস্থিতির কোনও আঁচ পাননি পাইলটরা। তাঁদের ‘স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন’ অর্থাৎ স্থানিক বিভ্রান্তি সৃষ্টি হওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারায় চপারটি।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- বিমান দুর্ঘটনা

