CBSE 2025 Result | ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা! প্রকাশ হলো ২০২৫ সালের CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল!

Tuesday, May 13 2025, 7:49 am
highlightKey Highlights

প্রকাশ হলো ২০২৫ সালের CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল। এবছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৪১ শতাংশ বেড়েছে।


প্রকাশ হলো ২০২৫ সালের CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল। এবছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৪১ শতাংশ বেড়েছে। এছাড়াও এই বছর ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা। পাশের হারেও এগিয়ে মেয়েরা। ৯১ শতাংশ মেয়েরা পাশ করেছে। ২৫ হাজার ২০৬ ছাত্রের মধ্যে পাশ করেছে ২১ হাজার ৭৪৮ ছাত্র এবং ১৯ হাজার ৮৬৭ ছাত্রীর মধ্যে পাশ করেছে ১৮ হাজার ৩১৪। ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবেন cbse.gov.in এবং results.cbse.nic.in অফিসিয়াল পোর্টাল ছাড়াও, digilocker.gov.in এবং UMANG অ্যাপে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File