R G Kar Case | গতি পেলো আরজিকর কাণ্ডের তদন্ত! ঘটনার দিন কর্তব্যরত সাতজনকে তলব CBI-এর!
Thursday, March 20 2025, 6:46 am

সিবিআই দফতরে তলব করা হলো ঘটনার দিন কর্তব্যরত সাতজন নার্সদের। তাঁদের ডাকা হল সিজিওতে।
নতুন করে তদন্ত শুরু হবে আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের। CBI তদন্তে অসন্তোষ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা ও মা। তাঁদের আবেদন ছিল, আরও তদন্তের প্রয়োজন। আর হাইকোর্টে সেই মামলা আসতেই দেখা যাচ্ছে ফের গতি পেল তদন্ত। বুধবার নির্যাতিতার মৃত্যুর শংসাপত্র পেয়েছেন তাঁর মা ও বাবা। যা দীর্ঘ সাত মাস ধরে আটকে ছিল। এর পরের দিন সিবিআই দফতরে তলব করা হলো ঘটনার দিন কর্তব্যরত সাতজন নার্সদের। তাঁদের ডাকা হল সিজিওতে। হাজিরা দিতে নির্দেশ দিয়েছে CBI।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- সিবিআই