R G Kar Case | আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে স্টেটাস রিপোর্ট জমা দিল CBI! তিন পাতার রিপোর্টে কী কী বলা হলো?

আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।
আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সূত্রের খবর, ওই তিন পাতার স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে নতুন করে তিনজনের কল ডিটেইলস জোগাড় করে নজর রাখা হচ্ছে। তবে কোন তিনজনের কল রেকর্ড করা হয়েছে, তা উল্লেখ করেনি সিবিআই। পাশাপাশি, ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এছাড়াও তদন্তের জন্য আরজিকর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।