R G Kar Case | আরজি করের ধর্ষণ-খুন মামলা শুনবে হাইকোর্টই, নির্দেশ শীর্ষ আদালতের!

আরজি করে পড়ুয়া মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুন কান্ডের স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট।
আরজি করে পড়ুয়া মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুন কান্ডের স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি এমএম সুন্দ্রেশ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দিতে। এদিন শীর্ষ আদালত জানায়, নির্যাতিতার বাবা, মাকে মামলার স্টেটাস রিপোর্ট দিতে হবে। সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত সংক্রান্ত যাবতীয় স্টেটাস রিপোর্ট আদালত ও ছাত্রীর পরিবারকে পাঠাতে হবে।
