কলকাতা হাইকোর্ট

জরুরিভিত্তিতে শেষ হল শুনানি, আলাপন মামলায় রায়দান স্থগিত রাখলো হাইকোর্টে

জরুরিভিত্তিতে শেষ হল শুনানি, আলাপন মামলায় রায়দান স্থগিত রাখলো হাইকোর্টে
Key Highlights

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ক্যাটের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হল জরুরিভিত্তিতে। তবে রায়দান আপাতত স্থগিত রাখল আদালত। নির্দিষ্ট দিনেই রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অবসর নেওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, আলাপন তা পাচ্ছেন না বলেই অভিযোগ।