মাঝ পথে গায়েব বৃত্তির টাকা, বঞ্চিত হচ্ছে বিশেষ পড়ুয়ারা, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
Saturday, September 18 2021, 1:33 pm
Key Highlightsপড়ুয়াদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পড়াশোনা ও হস্টেল খরচ বাবদ বৃত্তির টাকা পাঠানো হয়। কিন্তু পড়ুয়ারা সেই টাকা হাতে পাচ্ছেন না।অভিযোগ উঠে আসছে অসাধু উপায়ে মাঝপথেই সেই টাকা উধাও হয়ে যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলায় এমনই দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল । শুক্রবার সেই মামলার শুনানিতে আদালত ওই জেলার জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসককে।
- Related topics -
- ক্রাইম
- কলকাতা হাইকোর্ট
- কেন্দ্রীয় সরকার
- স্কলারশিপ
- শিক্ষা ব্যবস্থা

