Calcutta High Court | উচ্চশিক্ষা দপ্তরের কাছে ছাত্রভোটের দিনক্ষণ জানতে চাইলো কলকাতা হাই কোর্ট

Thursday, March 27 2025, 4:53 pm
highlightKey Highlights

ছাত্র ভোট নিয়ে কবে পদক্ষেপ করবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর? এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট।


বহু দিন ধরে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হয়ে আছে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ছাত্র ভোট ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ছাত্রভোট নিয়ে মামলাও হয় কলকাতা হাই কোর্টে। আজ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই মামলার শুনানিতে উচ্চশিক্ষা দপ্তরের কাছে হলফনাম চায়। উল্লেখ্য, ২০১৩ সালের পর কোনও নির্বাচন হয়নি। অথচ পুজো, ফেস্ট ইত্যাদির টাকা নিয়মিতভাবে গ্রান্ট হয়। দ্রুত ছাত্রভোটের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File