Antimicrobial Resistance । ২০৫০ সালের মধ্যেই ৪ কোটি মানুষের মৃত্যু হবে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ নামক রোগে
অ্যান্টিবায়োটিকের সেবনের ফলে ভয়ের পরিবেশ তৈরি করছে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ নামক রোগ।
করোনা, মাঙ্কিপক্সের থেকেও ভয়াবহ রোগে কবলিত হতে চলেছে মানবজাতি। তবে এই রোগ মানুষের দোষেই আসবে বলে জানা গিয়েছে। অ্যান্টিবায়োটিকের সেবনের ফলে ভয়ের পরিবেশ তৈরি করছে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ নামক রোগ। চিকিৎসকরা বলছেন, কথায় কথায় অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েই সমস্যা বেড়েছে। গবেষকরা দাবি করেছেন, ২০৫০ সালের মধ্যেই ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।